ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

কর্মস্থলে ফেরার পথে সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

২০২৫ এপ্রিল ০১ ১৬:৩৭:১১
কর্মস্থলে ফেরার পথে সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

ডুয়া নিউজ : ঈদে দেশব্যাপী ভয়াবহ আকারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গতকাল থেকে আজ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে একাধিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আজ মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিহত পুলিশ সদস্যের নাম রনি শিকদার (২৬)। তিনি টাঙ্গাইলের জামাল শিকদারের ছেলে। রনি শিকদার গাজীপুর মেট্রোতে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিম।

পুলিশ সূত্রে জানা গেছে, রনি শিকদার টাঙ্গাইল থেকে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে, কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় তার গাড়ি একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

পথচারীরা রনি শিকদারকে উদ্ধার করে সফিপুর তানহা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে