ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

নববর্ষে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা

২০২৫ এপ্রিল ০১ ১৫:৫৮:০৬
নববর্ষে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা

ডুয়া নিউজ : ‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যে হবে এবারের নববর্ষ উদযাপনের শোভাযাত্রা। এই শোভাযাত্রায় ব্যবহৃত হয় বিভিন্ন পশু-পাখির মুখোশ। এসব তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। কেউ কাগজ কেটেছেঁটে তৈরি করছেন বাংলার বাঘ। কেউবা শোলা দিয়ে বানাচ্ছেন সমৃদ্ধির প্রতীক লক্ষ্মীপ্যাঁচা। কেউ ব্যস্ত রংতুলি দিয়ে মাটির সরায় নকশা অঙ্কণে।

জানা গেছে, এবারের শোভাযাত্রায় বড় আকারে রাজা-রানির মুখোশ থাকবে অন্তত চারটি। এ ছাড়া থাকবে প্যাঁচা, পাখি, ফুলের শতাধিক মুখোশ। এগুলো সুলভে বিক্রিও করা হবে। আর সেই অর্থ দিয়ে, শোভাযাত্রার খরচ মেটানো হবে ।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম জানান, “এবারের শোভাযাত্রা হবে অন্তর্ভুক্তিমূলক, যেখানে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে অংশ নেবে।তবে শোভাযাত্রার পথ ও অন্যান্য সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এটা জানানো হবে।”

প্রসঙ্গত, ১৯৮৯ সালে পহেলা বৈশাখে শুরু হওয়া এই মঙ্গল শোভাযাত্রার নাম প্রথমে ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। পরবর্তীতে এটি ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত হয়ে ওঠে। সাধারণ মানুষও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে আনন্দ ও খুশি প্রকাশ করে। এবারও সেই প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, যেখানে বাংলা নতুন বছরকে বরণ করতে আনন্দ ও উল্লাসের প্রস্তুতি চলছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর



রে