ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি বিষয়ে যা জানালো এনটিআরসিএ

২০২৫ এপ্রিল ০১ ১৫:১৫:৫৫
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি বিষয়ে যা জানালো এনটিআরসিএ

ডুয়া ডেস্ক: ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হতে পারে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম। মে মাসের মধ্যে এই বিজ্ঞপ্তির সম্ভাব্য সময়সূচি প্রকাশ হতে পারে বলে জানা গেছে।

এনটিআরসিএ’র কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এই তথ্য পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি এবং ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি এই বছরই প্রকাশিত হবে। তবে নির্দিষ্ট সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলতি মাসে শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হবে।

এ বিষয়ে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, “এনটিআরসিএ’র নীতিমালায় গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তাই আমরা নীতিমালা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করব। আপাতত এর বাইরে কিছু বলা সম্ভব নয়।”

এর আগে ২০২৪ সালের ৩১ মার্চ ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানে শূন্য পদের সংখ্যা ছিল ৯৬,৭৩৬টি। এর মধ্যে ৪৩,২৮৬টি শূন্য পদ ছিল স্কুল ও কলেজে, এবং ৫৩,৪৫০টি শূন্য পদ ছিল মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতে। পরবর্তীতে ২১ আগস্ট ১৯,৫৮৬ জন প্রার্থীকে নিয়োগের সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এনটিআরসিএ ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এবং ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করার ক্ষমতাও পেয়েছে। এ পর্যন্ত পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১,৩২,৮৯৮ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে