ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

জুলাই নারীদের যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কারের বিষয়ে যা বললেন ট্যামি ব্রুস

২০২৫ এপ্রিল ০১ ১২:৩৫:১৯
জুলাই নারীদের যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কারের বিষয়ে যা বললেন ট্যামি ব্রুস

ডুয়া ডেস্ক: বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে জীবন বাজি রেখে গণআন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীরা এবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার (আইডব্লিউওসি) অর্জন করেছেন। তাদের সাহসিকতার জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হচ্ছে, যার নাম "ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড"।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস ৩১ মার্চের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই পুরস্কারের ঘোষণা দেন। তিনি জানান, পরবর্তী দিন অর্থাৎ ১ এপ্রিল পররাষ্ট্র দপ্তরে এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে এমন সকল নারীদের স্বীকৃতি দেওয়া হয় যারা সাহসিকতা, নেতৃত্ব এবং সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন, যদিও তাদের একাধিক বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

ট্যামি ব্রুস আরও বলেন, ২০০৭ সাল থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ৯০টিরও বেশি দেশের ২০০ জনেরও বেশি নারীকে এই পুরস্কারে ভূষিত করেছে। পুরস্কারের মাধ্যমে নারীদের শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারীদের ক্ষমতায়নের জন্য তাদের অবদানকে সম্মানিত করা হয়।

এছাড়া পুরস্কারপ্রাপ্তরা পরবর্তী সময়ে ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং লস অ্যাঞ্জেলেসে অতিরিক্ত প্রোগ্রামে যোগদান করবেন, যেখানে তারা বিশ্বব্যাপী নারী ও মেয়েদের ক্ষমতায়ন বিষয়ক কৌশল নিয়ে আমেরিকান নারীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত, কারণ এই পুরস্কারের মাধ্যমে বাংলাদেশের নারীদের আন্তর্জাতিক কৃতিত্ব এবং তাদের সাহসিকতার স্বীকৃতি মিলেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে