ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

গাজায় ঈদের দ্বিতীয় দিনেও হামলা, নিহত ৮০

২০২৫ এপ্রিল ০১ ১১:৫১:৫৭
গাজায় ঈদের দ্বিতীয় দিনেও হামলা, নিহত ৮০

ডুয়া ডেস্ক: ঈদের উৎসবের মাঝেও থামছে না গাজার ওপর ইসরায়েলি হামলা। এতে আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

সোমবারের প্রতিবেদনে বলা হয়, ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ব্যাপক হামলা চালানো হয়। এর ফলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ৫০,৩৫৭ জনে পৌঁছেছে। এছাড়া গত ৪৮ ঘণ্টায় আরও ৩০৫ জন আহত হয়েছেন, এর ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৪,৪০০। আহতদের বেশিরভাগই উন্নত চিকিৎসার অভাবে ভুগছেন।

এদিকে গাজা উপত্যকার ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ থেকে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা এক সপ্তাহ আগে ইসরায়েলি হামলায় আক্রান্ত হয়েছিলেন।

রোববার (৩০ মার্চ) পিআরসিএস তাদের এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে আটজন রেড ক্রিসেন্টের কর্মী এবং ছয়জন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন। এছাড়া একজন জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থার কর্মীও নিহত হন। এখনও এক উদ্ধারকর্মী নিখোঁজ রয়েছেন।

পিআরসিএস জানায়, আহতদের চিকিৎসা দিতে গিয়ে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হন। এই ঘটনা রাফাহর হাশাশিন এলাকায় ঘটেছে, যেখানে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করছিল।

রেড ক্রিসেন্টের চিকিৎসকদের ওপর এই হামলা আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। ইসরায়েলি বাহিনী বিশ্ববাসীর চোখের সামনে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে চলেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে