ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

মার্কিন প্রেস ব্রিফিংয়ে জুলাই-আগস্ট নারী শিক্ষার্থী অ্যাওয়ার্ড

২০২৫ এপ্রিল ০১ ১১:২৯:৫৯
মার্কিন প্রেস ব্রিফিংয়ে জুলাই-আগস্ট নারী শিক্ষার্থী অ্যাওয়ার্ড

ডুয়া নিউজ: জুলাই-আগস্টের বিক্ষোভে অংশগ্রহণকারী সাহসী নারী শিক্ষার্থীরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের “আন্তর্জাতিক সাহসী নারী” পুরস্কার লাভ করেছেন। এই মর্যাদাপূর্ণ পুরস্কারের নাম “ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড”।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বিষয়টি আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্র জানায়, সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ার লক্ষ্যে কাজ করা নারীদের স্বীকৃতি দিতে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত নারীরা শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের পক্ষে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় সময় সোমবার (৩১ মার্চ) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, এক সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতে জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নেওয়া নারীদের কৃতিত্বের বিষয়ে মন্তব্য জানতে চান।

এর জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, "বাংলাদেশের গর্বিত মেয়েরা আগামীকাল পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন এবং এই পুরস্কার তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে আমি বক্তব্য দিতে পারব না।"

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আগামীকাল এখানে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। এই অনুষ্ঠানে আটজন অসাধারণ নারীকে স্বীকৃতি দেয়া হবে যারা বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছেন।

ট্যামি ব্রুস উল্লেখ করেন, ২০০৭ সাল থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ৯০টিরও বেশি দেশের ২০০ জনেরও বেশি নারীকে এই পুরস্কার দিয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের পরে পুরস্কারপ্রাপ্ত নারীরা ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে এবং লস অ্যাঞ্জেলেসে অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করবেন, যেখানে তারা আমেরিকান নারীদের সঙ্গে নারী ও মেয়েদের ক্ষমতায়নের নীতিগুলি নিয়ে আলোচনা করবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে