ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ঈদের ছুটি শেষে পুনরায় মেট্রোরেল ও ট্রেন চলাচল শুরু

২০২৫ এপ্রিল ০১ ১০:২৫:১২
ঈদের ছুটি শেষে পুনরায় মেট্রোরেল ও ট্রেন চলাচল শুরু

ডুয়া ডেস্ক: ঈদের ছুটি শেষে পুনরায় মেট্রোরেল ও ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে রাজধানীর মেট্রোরেল এবং সারা দেশের আন্তঃনগর ট্রেনগুলো চলতে শুরু করেছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ফেসবুক পেজে জানায়, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও অন্যান্য দিনগুলোতে যথাসময়ে চলাচল অব্যাহত থাকবে।

এদিকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ ছিল তবে ঈদের পর ফের ট্রেনগুলো চলাচল শুরু হয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন থেকে জানা যায়, প্রথম ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে। একইভাবে মেট্রোরেলের প্রথম ট্রিপ উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে মতিঝিলের উদ্দেশ্যে রওনা দেয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে