ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বিশ্বব্যাপী ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

২০২৫ মার্চ ৩১ ২২:৫১:২৬
বিশ্বব্যাপী ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ডুয়া নিউজ: বিশ্বের প্রত্যেক দেশে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৩০ মার্চ) এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।

ট্রাম্প বলেন, আগামী ২ এপ্রিল থেকে এই শুল্কের ঘোষণাটি প্রত্যেক দেশের জন্য প্রযোজ্য হবে। আমরা বিশ্বের প্রত্যেক দেশ দিয়ে শুরু করতে যাচ্ছি, বিশেষ করে আমরা যে দেশগুলোর সম্পর্কে আলোচনা করছি।

এর আহে হোয়াইট হাউসের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা কেভিন হাসেট চলতি মাসের শুরুর দিকে জানিয়েছেন, মার্কিন বাণিজ্য ঘাটতির জন্য দায়ী ১০ থেকে ১৫টি দেশের দিকে নজর দেওয়া হবে।

হাসেট উল্লেখ করেন, এখানে ১০০টিরও বেশি দেশ আছে যেগুলো সত্যিই আমাদের ওপর কোনো শুল্ক আরোপ করে না এবং কোনো শুল্কের বাধা নেই।

তবে ধারণা ছিল যে বড় অর্থনীতির যেসব দেশের সঙ্গে মার্কিন বাণিজ্যে ভারসাম্য নেই, কেবল সেসব দেশের পণ্যের ওপর ট্রাম্প কর আরোপ করবেন। কিন্তু রোববার ট্রাম্পের ঘোষণাটি সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে