ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সরকারের কাছে জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ চায় এনসিপি

২০২৫ মার্চ ৩১ ২২:৪১:৪৮
সরকারের কাছে জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ চায় এনসিপি

ডুয়া নিউজ: জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ চায় বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এর মাধ্যমে জাতি জানতে পারবে বিচার প্রক্রিয়া কতদিনে এবং কীভাবে সম্পন্ন হবে।

সোমবার (৩১ মার্চ) এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন নাহিদ।

তিনি বলেন, ঈদের আনন্দের পাশাপাশি আমাদের জন্য একটি দুঃখ ও বেদনার বিষয় হলো জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, সেই পরিবারগুলো অনেক কষ্টের মধ্য দিয়ে ঈদ পালন করেছে। কয়েকশ’ পরিবার তাদের প্রিয়জন ছাড়া প্রথম ঈদ পালন করেছে। এনসিপির পক্ষ থেকে আমরা সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং তাদের সঙ্গে ভাগাভাগি করে ঈদ পালন করেছি। শুধু ঈদের দিন নয়, আগামী প্রতিটি দিনেও শহীদ পরিবারগুলোকে আমরা সমর্থন দিতে চাই।

ঈদের দিনেও জুলাই গণহত্যার বিচার দ্রুততর করার দাবির অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমাদের এই সময়ের অন্যতম এজেন্ডা হলো বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন। আমরা বিচারটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছি, কারণ যদি ন্যায়বিচার না হয়, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এতে লোকেরা নিজের হাতে আইন তুলে নিতে উদ্বুদ্ধ হবে।

এনসিপির আহ্বায়ক সরকারের কাছে বিচারের দাবি জানিয়েছেন এবং সকল রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে বিচারের বিষয়ে সরব হতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আমরা এই সরকারের সময়েই বিচারের একটি রোডম্যাপ চাই, যাতে জাতির সামনে স্পষ্ট হয় যে বিচার কখন এবং কীভাবে হবে।"

তিনি আরও আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ ও সম্প্রীতি সারাবছর বজায় থাকবে এবং এনসিপির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে