ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঈদের জামাতে উপদেষ্টা আসিফের ইমামের পাশে দাঁড়ানোর কারণ যা জানা গেল

২০২৫ মার্চ ৩১ ২১:৫০:১৫
ঈদের জামাতে উপদেষ্টা আসিফের ইমামের পাশে দাঁড়ানোর কারণ যা জানা গেল

ডুয়া নিউজ : ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরোনো বাণিজ্যমেলায় ঈদুল ফিতরের নামাজের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ আয়োজনে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তার নামাজে অংশ নেওয়ার দৃশ্য ও এক দিক থেকে তোলা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রচারিত ছবিতে দেখা যায়, ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়ে আছেন আসিফ মাহমুদ। ভিডিওতে ওই কাতারে অন্য কাউকে দেখা যাচ্ছে না। যার ফলে বিভিন্ন আলোচনা শুরু হয়।

ঈদের জামাতে ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

রিউমর স্ক্যানার বিষয়টি তদন্ত করে এবং লাইভ ভিডিও বিশ্লেষণ করে জানতে পারে যে, আসিফ প্রথমে অন্য মুসুল্লিদের সঙ্গে প্রথম কাতারে দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। তখন বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারী ইমামের ডান পাশে কিছুটা পেছনে দাঁড়ান। মাইকে প্রথম কাতার থেকে কাউকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর অনুরোধ করা হয়। কিছু সময় পর আসিফ তার স্থান পরিবর্তন করে সামনে এসে দাঁড়ান।

ভিডিও বিশ্লেষণে স্পষ্ট হয়ে ওঠে যে, আসিফ শুরুর দিকে নতুন কাতারে দাঁড়াননি, বরং ইমামের আহ্বানে এবং অন্যদের পরামর্শে তিনি সামনে এসে দাঁড়ান।

এ বিষয়ে জানতে রিউমর স্ক্যানার বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারীর সঙ্গে কথা বলে। তিনি জানান, "ইমামের সঙ্গে বিকল্প ইমাম দাঁড়ান, যাতে এক পাশে কোন জায়গা খালি না থাকে। পেছনে জায়গা না থাকায় একজনকে সামনে আসতে বলা হয়। তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করেন। তখন তিনি সামনে আসেন।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে