ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঈদের মাঠে মুসল্লিদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

২০২৫ মার্চ ৩১ ১৬:৫৫:৩০
ঈদের মাঠে মুসল্লিদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

ডুয়া ডেস্ক: জামালপুর সদরের বুখুঞ্জা জান্নাতুন নূর জামে মসজিদ ঈদগাহ মাঠে মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় মাঠে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নামাজের সময় নির্ধারিত হওয়া ৯টায় মুসল্লিরা মাঠে উপস্থিত হন। তাদের মধ্যে আলী আকবর নামক একজন প্রস্তাব দেন, দুজন ইমামকে একে একে খুতবা পাঠ এবং নামাজ আদায়ের দায়িত্ব দিতে। তবে এলাকার আওয়ামী লীগ নেতা শামসুল আলম তরফদার এই প্রস্তাব নাকচ করে দেন এবং জানান যে, যিনি মিম্বারে আছেন, তিনি নামাজ শেষ করবেন। এই প্রতিবাদে মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে মাঠ থেকে উঠে আসেন।

এরপর, যুবলীগ নেতা সোহাগ, সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর এবং শামসুল আলম তরফদারের উসকানিতে ছাত্রলীগ নেতা হিরু, রাজু ও তাদের সঙ্গীরা বাঁশের লাঠি নিয়ে হামলা চালায়। হামলায় সামাদ নামে এক বৃদ্ধ আঘাতপ্রাপ্ত হন এবং তাকে রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন আহত হন। হামলাকারীরা ঈদগাহ মাঠেই নামাজ আদায় করে, অন্যদিকে অপরপক্ষ মসজিদে নামাজ শেষ করেন।

নামাজ শেষে হামলাকারীরা আবারও এক নারীকে মারধর করে। জেলা ছাত্রদলের নেতা আলী আকবর কালবেলা অভিযোগ করেছেন, এই হামলার পেছনে আওয়ামী লীগের নেতাদের ইন্ধন রয়েছে। এর আগে শামসুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হলেও কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি।

অন্যদিকে, জেলা যুবলীগ নেতা সোলাই জাহান সোহাগ ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, কমিটি নিয়ে বিরোধের জেরে ধাক্কাধাক্কি হয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানিয়েছেন, এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে