ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

খালেদা জিয়া পরিবারের ছবি পোস্ট করে আসিফ নজরুলের স্ট্যাটাস

২০২৫ মার্চ ৩১ ১৫:৫৮:১৯
খালেদা জিয়া পরিবারের ছবি পোস্ট করে আসিফ নজরুলের স্ট্যাটাস

ডুয়া নিউজ: ঈদ মানে আনন্দ এবং ঈদ মানে খুশি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দীর্ঘ ৭ বছর ধরে এই খুশি ছিল শুধুমাত্র একটি স্বপ্ন। অবশেষে তিনি এবারের ঈদ তাঁর পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে উদযাপন করছেন। এই বিশেষ মুহূর্তের ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ছবিটি নিজে শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে। রবিবার (৩০ মার্চ) দিবাগত রাতে ছবিটি শেয়ার করার সময় তিনি ক্যাপশনে লিখেছেন, "আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি জালিমকে করেছেন বিতাড়িত, মজলুমকে প্রশান্ত!

বিএনপি সূত্রে জানা গেছে, আসিফ নজরুলের পোস্ট করা ছবিটি ৭ বছর পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার ঈদুল ফিতর উদযাপনের।

গত ৮ জানুয়ারি শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান। সেখানে তিনি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে ডেভেনশায়ার প্লেসে অবস্থিত ‘দ্য লন্ডন ক্লিনিক’ এ ভর্তি হন।

সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তিনি ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন। পরে লন্ডন ক্লিনিকে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তিনি ছেলের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে