ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

রাজধানীতে মোঘল কায়দায় ঈদ আনন্দ মিছিল, অসংখ্য মানুষের অংশগ্রহণ

২০২৫ মার্চ ৩১ ১১:০২:০৪
রাজধানীতে মোঘল কায়দায় ঈদ আনন্দ মিছিল, অসংখ্য মানুষের অংশগ্রহণ

ডুয়া নিউজ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে সুলতানি মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু হয়েছে। মিছিলে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেছেন।

সোমবার (৩১ মার্চ) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এই আনন্দ মিছিল শুরু হয়।

মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক ধরে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, ঈদের জামাত শেষ হতেই বাজতে শুরু করে ব্যান্ডপার্টির সুর। সেই সাথে প্রচলিত মধুর গান ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’ গাইতে শুরু করেন উপস্থিত দর্শকরা। এ সময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দে মেতে ওঠেন।

মিছিলের শুরুতে ছিল পাঁচটি ঘোড়ার গাড়ি এবং মিছিলে মোট ১৫টিরও বেশি ঘোড়ার গাড়ি উপস্থিত ছিল, যা ঐতিহ্যবাহী অনুভূতি যোগ করেছে। এই আনন্দ মিছিল সকলের মধ্যে ঈদের উৎসবের আনন্দ ছড়িয়ে দিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে