ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

দিনাজপুরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত

২০২৫ মার্চ ৩১ ১০:৫৫:৪২
দিনাজপুরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত

ডুয়া নিউজ: দিনাজপুরের গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় প্রথম নামাজ অনুষ্ঠিত হয়।

২৩ একর জমি নিয়ে বিস্তৃত এই ঈদগাহ ময়দান। নামাজ আদায়ের জন্য সারা দেশ থেকে মুসল্লিরা এখানে অংশ নেন এবং তাদের শান্তিপূর্ণভাবে ইবাদত করার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, সেখানে ওযু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার ও পানির ব্যবস্থা সহ ১৪৫টি মাইক স্থাপন করা হয়। নিরাপত্তার জন্য তিন স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং প্রতিটি গম্বুজ ও মিনারে বৈদ্যুতিক আলোকসজ্জা করা হয়।

সকাল থেকে মাঠে আসতে শুরু করে মুসল্লিরা, সকাল ৯টার আগেই মাঠ কানায় কানায় ভরে যায়। জামাতে ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।

এই মাঠে নামাজ আদায় করবেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিশু, কিশোর এবং বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মুনাজাত করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে