ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

জাতীয় স্বার্থে ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

২০২৫ মার্চ ৩১ ০৯:২৩:৫৫
জাতীয় স্বার্থে ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

জাতীয় স্বার্থে ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

ডুয়া নিউজ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস বলেছেন, আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ জাতীয় স্বার্থে সব প্রতিকূলতার সত্ত্বেও সে ঐক্য অটুট রাখতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলের মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি

সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহ ঈদুল ফিতরের নামাজের পর দেওয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।‌

প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়তে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং যাঁরা আহত হয়ে স্বাভাবিক জীবন হারিয়েছেন, তাঁদের জন্য দোয়া করবেন। তিনি উল্লেখ করেন, তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি। তিনি সকলের প্রতি আহ্বান জানান যেন তারা স্থায়ী একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে কাজ করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে নিজেদের আত্মাহুতি দিয়েছেন, তাঁর স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন করা হবে। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকলকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ঈদ নৈকট্য ও ভালোবাসার উপলক্ষ এবং এই দিনটি সবার কাছে পৌঁছানোর আহ্বান জানান। তিনি বলেন, আজকের ঈদের জামাতে একটি অটুট ঐক্য গড়ে তোলার দিন। তিনি স্থায়ীভাবে এই ঐক্য প্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করেন।

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে প্রধান উপদেষ্টা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জামাতের ইমামতি করেন এবং ক্বারী হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান। জামাত শেষে দেশের কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে