ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

২০২৫ মার্চ ৩১ ০৫:৪৫:৩১
ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

ডুয়া ডেস্ক : টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (৩০ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক জানান, ঈদের দিন (৩১ মার্চ) ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বড় বাসালিয়া ঈদগাহ মাঠ ও এর আশপাশের ৪০০ গজের মধ্যে সব ধরনের সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পেটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র বহন এবং বেআইনি অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে এবং কেউ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে