ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি বঙ্গভবনে, প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে

২০২৫ মার্চ ৩০ ২১:৪৮:৩৭
ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি বঙ্গভবনে, প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে

ডুয়া নিউজ: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন।

রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। যদি আকাশে মেঘ দেখা দেয় বা কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তবে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররমে হবে।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। ইনশাআল্লাহ, আগামীকাল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করব।

এ ছাড়াও, ঈদের দিন বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: ঈদ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে