ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

আবারও ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার, নিহত বেড়ে ১৭০০

২০২৫ মার্চ ৩০ ২১:২২:৫৭
আবারও ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার, নিহত বেড়ে ১৭০০

ডুয়া নিউজ: মিয়ানমারে নতুন করে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ রোববার (৩০ মার্চ) স্থানীয় সময় বিকেলে মান্দালয়ের কাছে এই ভূমিকম্পটি আঘাত হানে। খবর বিবিসির।

দু’দিন আগে শুক্রবার (২৮ মার্চ), মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা ১৭০০ জনে পৌঁছেছে, বলে জানিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।

স্থানীয় সময় অনুযায়ী রবিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মান্দালয়ের কাছে নতুন করে এই ভূমিকম্পটি সংঘটিত হয়েছে।

শুক্রবারের ভূমিকম্পে অসংখ্য ভবন ধসে পড়েছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর প্রভাব থাইল্যান্ডসহ আশপাশের অন্যান্য দেশেও পড়েছে।

থাইল্যান্ডে নিহতের খবর পাওয়া গেছে এবং ব্যাংককে একটি ৩৩ তলা ভবন ধসে পড়ার ঘটনায় উদ্ধারে এখনও অভিযান চলছে।

জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, ধ্বংসস্তুপের মধ্যে থেকে জীবিতদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানোর সময় চিকিৎসা সরবরাহের তীব্র সংকট মোকাবিলায় বাধা সৃষ্টি করছে।

ব্যাংককে ধসে পড়া ভবনে চাপা পড়াদের খুঁজে বের করার কাজ রোববারও অব্যাহত রয়েছে। ব্যাংককে নিহতের সংখ্যা ১৭ জনে পৌঁছেছে এবং ৮৩ জন এখনও নিখোঁজ রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে