ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সদস্য সচিবের ঈদ শুভেচ্ছা

২০২৫ মার্চ ৩০ ১৫:৩৮:১৭
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সদস্য সচিবের ঈদ শুভেচ্ছা

ডুয়া নিউজ: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারি ও তাঁদের সবার পরিবারের সদস্যদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাঁরা দেশের সর্বস্তরের মানুষদের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক যৌথ বিবৃতিতে শামসুজ্জামান দুদু ও আবদুল বারী ড্যানী বলেন, এক মাসের পবিত্র সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের দরজায় আনন্দের বার্তা নিয়ে এসেছে। জাতি এমন একটি মুহূর্তে ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের জগদ্দল পাথরের নিচে থাকা জনগণ জালিমের হাত থেকে মুক্ত হয়ে একটি মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং স্বস্তি ও শান্তির সঙ্গে চলাফেরা করতে পারছে।

বিবৃতিতে তাঁরা বলেন, এই ঈদ উদযাপন আমাদের এক নতুন সূচনা এবং একটি নতুন সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে। ঈদের এই আনন্দের মুহূর্তে, আমরা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছি। একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে, সহযোগিতা ও সহমর্মিতার সাথে সমাজের উন্নয়ন ও অগ্রযাত্রার পথে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে তাঁরা আশা প্রকাশ করেন যে, ঈদুল ফিতর আমাদের সকলকে নতুন উদ্যম ও শক্তি নিয়ে আলোকিত করবে। আমরা যেন সবাই মিলে দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে পারি। ঈদ মোবারক!

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে