ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ধরা পড়লে ৩ দিনের জেল

২০২৪ ডিসেম্বর ২১ ২০:২৬:৩৩
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ধরা পড়লে ৩ দিনের জেল

ডুয়া নিউজ: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চলমান ১৪ দিনের শীতকালীন ছুটির সময়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বহিরাগতরা ধরা পড়লে তাদের প্রাথমিকভাবে তিন দিনের জেলে পাঠানো হবে। এই উদ্যোগকে সাধারণ শিক্ষার্থীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি সতর্কীকরণ নোটিশিং প্রকাশ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হলো এবং প্রধান ফটক বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে গেট ক্লিয়ারেন্স সাপেক্ষে অথবা রেজিস্ট্রার খাতায় কারণ উল্লেখ করে প্রবেশের অনুমতি নেওয়া যাবে। এই নোটিশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা বলেন, "আমরা জানি, বহিরাগতদের সাথে আমাদের ঝগড়া লাগতে পারে। তারা ক্যাম্পাসে এসে মাদক সেবনের মতো কার্যকলাপ করে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই প্রশাসনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানানোর মতো একটিই বলব।"

তবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের এক সাবেক শিক্ষার্থী বলেন, "নতুন নিয়ম সমাজের জন্য কিছু সমস্যার জন্ম দিচ্ছে। আমরা (সাবেক শিক্ষার্থীরা) লাইব্রেরিতে পড়াশোনা করতে যাই। কিন্তু এখন প্রবেশ করতে বাধা পাচ্ছি।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান গণমাধ্যমকে বলেন, "যদি ক্যাম্পাসে বহিরাগতরা ধরা পড়ে, তাহলে সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া প্রবেশের দায়ে তাদের প্রাথমিকভাবে তিন দিনের জেলে পাঠানো হবে।"

তিনি আরও জানান, শিক্ষার্থীরা ছুটির কারণে বাড়িতে চলে গেছে এবং আবাসিক হলগুলোতে কম সংখ্যক শিক্ষার্থী অবস্থান করছে। তাই তাদের নিরাপত্তার খেয়াল রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাবেক শিক্ষার্থীদের বিষয়ে তিনি জানান, তাদের প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে নিরাপত্তা কর্মীরা কখনও কখনও তাদের আটকাচ্ছেন। তিনি আনসারদের নির্দেশ দেবেন যাতে সাবেক শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে