ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

আল-আকসায় কড়াকড়ির মধ্যেও ঈদের নামাজে হাজারো ফিলিস্তিনি

২০২৫ মার্চ ৩০ ১৪:৫২:০১
আল-আকসায় কড়াকড়ির মধ্যেও ঈদের নামাজে হাজারো ফিলিস্তিনি

ডুয়া নিউজ: ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের মধ্যেও জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মুসল্লি সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে ইসলামের তৃতীয় পবিত্রতম এই মসজিদে নামাজ আদায় করতে সমবেত হন।

রোববার (৩০ মার্চ) পবিত্র রমজান মাস শেষে ফিলিস্তিনি মুসল্লিরা আল-আকসায় জড়ো হন। তবে ইসরায়েলি বাহিনী সেখানে প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে।

ইরান প্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের ব্যাপক তল্লাশির সম্মুখীন হতে হয়েছে। তবুও শেষ পর্যন্ত হাজারো মানুষ ঈদের নামাজে অংশ নিতে সক্ষম হন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল ফিতর আনন্দমুখর পরিবেশে পালিত হলেও, ফিলিস্তিনিদের জন্য দিনটি আতঙ্ক ও শঙ্কার ছায়া নিয়ে এসেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং জেরুজালেমে ঈদের দিন কঠোর অবস্থান গ্রহণ করে দখলদার বাহিনী।

এর আগে ২০১৪ সালে আল-আকসায় ঈদের নামাজে অংশ নেন প্রায় ৪০ হাজার মুসল্লি। তবে ইসরায়েলি আগ্রাসনের কারণে গত বছর ১০ লাখ মুসল্লি মসজিদে ঈদের নামাজ আদায় করেছিলেন। চলমান যুদ্ধ ও নিরাপত্তা কড়াকড়ির কারণে এবার ঈদের নামাজে উপস্থিত মুসল্লির সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।

ফিলিস্তিনের ধর্মীয় নেতা ও মুসলিম বিশ্ব একাধিকবার আল-আকসায় মুসলিমদের ইবাদতের ওপর নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছে, তবুও ইসরায়েল নিয়মিত এ পবিত্র স্থানে প্রবেশ ও নামাজ আদায়ে কঠোরতা বজায় রেখেছে।

অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ফিলিস্তিনি মুসল্লিরা আল-আকসায় ঈদের নামাজ আদায় করতে সমবেত হন, যা দখলদারিত্বের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের প্রতীক।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে