ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

পুতিনের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, পুড়িয়ে মারার চেষ্টা

২০২৫ মার্চ ৩০ ১৪:২৪:১২
পুতিনের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, পুড়িয়ে মারার চেষ্টা

ডুয়া নিউজ: রাশিয়ার রাজধানী মস্কোর এফএসবি সদর দফতরের কাছাকাছি একটি বিলাসবহুল লিমুজিনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহরের একটি গাড়ি বলে জানা গেছে।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৯ মার্চ) মস্কোর লুবিয়াঙ্কার কাছে অবস্থিত এফএসবি সদর দফতরের পাশে একটি রাস্তায় এই বিস্ফোরণ ঘটে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, আশপাশের লোকজন দ্রুত এসে গাড়ির আগুন নেভানোর চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের পরে গাড়ির ইঞ্জিন থেকে আগুন ধরে যায়, যা পরে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের সময় গাড়িতে কে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আন্তর্জাতিক গণমাধ্যম দ্য সান জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে নিরাপত্তা সংস্থাগুলো এটি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করছে।

গাড়িটি "অরাস সেনাট লিমুজিন", যার মূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার পাউন্ড। এই বিস্ফোরণের ফলে পুতিনকে হত্যার চেষ্টার গুঞ্জন আরও জোরালো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে