ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

‘নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেয়া দরকার’

২০২৫ মার্চ ৩০ ১৪:১৭:১১
‘নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেয়া দরকার’

ডুয়া নিউজ: নিরপেক্ষতা না থাকলে অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টাদের বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “কিছু কিছু মহল সচেতনভাবে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। এ ক্ষেত্রে যদি বাধা দেখা দেয়, তাহলে আমাদের রাস্তায় নামতে হবে। তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে। যদি নিরপেক্ষতা না থাকে, তাহলে উপদেষ্টাদের বের করে দেওয়া উচিত।”

তিনি আরও জানান, একটি দলের প্রতিষ্ঠার জন্য সরকারি সুযোগ-সুবিধার খবর পাচ্ছেন তারা। “সরকারি টাকা বরাদ্দ ও উন্নয়নমূলক কাজ নেওয়ার ঘটনাও ঘটছে,” উল্লেখ করেন ফখরুল।

এছাড়া, বিএনপিকে ভারতপন্থি হিসেবে নতুন করে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “বিএনপি সবসময় বাংলাদেশপন্থি।”

সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, “৫ আগস্টের সময় সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছে, তা তাদের দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করেছে।”

মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপির জনপ্রিয়তা কমাতে এবং তাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে। নির্বাচিত সরকারের শক্তি এবং অনির্বাচিত সরকারের শক্তি এক নয়।”

সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াকে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অনভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে অনেক সংকট কমে যাবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে