ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা

২০২৫ মার্চ ৩০ ১২:২৪:২৭
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা

ডুয়া ডেস্ক: রাজধানী ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রতি বছরের মতো রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও এখানে ঈদের জামাতে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়বেন। এরপর বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। তিনি জানিয়েছেন, ড. ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন এবং পরে তেজগাঁওয়ে কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করবেন।

এদিকে আজ (শনিবার) সকালে জাতীয় ঈদগাহে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি ও সময়সূচি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দুজনেই ঈদের জামাতে অংশ নিতে পারেন। এছাড়া, ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

ডিএসসিসি পূর্বাভাস দিয়েছে, এবারের ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া পরিস্থিতি খারাপ না হলে জামাত হবে এই সময়ে, তবে যদি আবহাওয়া খারাপ হয় তবে সকাল ৯টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এর আগে, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এই ঈদ হচ্ছে তার দায়িত্ব গ্রহণের পর প্রথম ঈদ উদযাপন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে