ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ঈদে নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ মার্চ ২৯ ১৮:০১:৩৬
ঈদে নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডুয়া ডেস্ক: ঈদে রাজধানীতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৯ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আল্লাহর রহমতে কোনো হুমকি নেই। তিনি আরও বলেন, “যদি কোনো ষড়যন্ত্রের হুমকি থাকে তবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা মোকাবিলা করব।”

তিনি জানান, ঈদে সবাই ছুটি ভোগ করছে, কিন্তু পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা ঈদের সময়ে রাজধানীর আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করছেন এবং তাদের জন্য ধন্যবাদ প্রাপ্য।

এছাড়া রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় হচ্ছে কি না সে বিষয়ে তদারকি করেন এবং বিভিন্ন কাউন্টারে গিয়ে কর্তৃপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন।

ঈদযাত্রার চিত্র ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। যদিও গত কয়েকদিনে যাত্রী সংকটের কথা শোনা যাচ্ছিল তবে আজ গাবতলী বাস টার্মিনালে ভিড় কিছুটা বেড়েছে। কিছু কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় দেখা গেলেও, আগের বছরের মতো উপচেপড়া ভিড় এখনও লক্ষ্য করা যায়নি।

অন্যদিকে, টিকিট বিক্রেতারা যাত্রী আকর্ষণের জন্য সক্রিয় ভূমিকা পালন করছেন। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে টার্মিনালের পরিস্থিতি আরও বদলাতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে