ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ঈদযাত্রায় পদ্মা সেতুতে ১২ ঘন্টায় টোল আদায় দুই কোটি টাকা

২০২৫ মার্চ ২৯ ১৪:২৫:৪৮
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ১২ ঘন্টায় টোল আদায় দুই কোটি টাকা

ডুয়া ডেস্ক: এবারের ঈদযাত্রায় পদ্মা সেতুতে গত ১২ ঘণ্টায় ১ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা থেকে শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত এই টোল আদায় হয়। এই সময়ে সেতু দিয়ে ১৮,১২৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ১২,৯৫৩টি এবং জাজিরা প্রান্ত দিয়ে ৫,১৭৪টি যানবাহন পার হয়েছে। একই সময়ে ৩,৮৬৬টি মোটরসাইকেলও পারাপার হয়েছে।

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড সৃষ্টি হয়েছিল। ২৪ ঘণ্টায় ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছিল এবং ৩৯,৬৩৭টি যানবাহন পারাপার হয়েছিল। এর আগেও গত বছর ৯ এপ্রিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছিল, যা সেবছরের সর্বোচ্চ ছিল।

আবু সাঈদ আরও জানান, শুক্রবার ভোর থেকে ঈদে ঘরমুখী মানুষের যানবাহনের অতিরিক্ত চাপ দেখা গেছে, যার ফলে পদ্মা সেতুতে টোল আদায় পঞ্চম সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। তবে গতকালের তুলনায় শনিবার যানবাহন ও যাত্রীর চাপ কিছুটা কমেছে। সরকারি ছুটির প্রথম দিন হওয়ায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহনের চাপ ছিল বেশি, কিন্তু শনিবার ভোর থেকে সেখানে চাপ কিছুটা কমে এসেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে