ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

দাফনের আড়াই মাস পর ঈদ করতে বাড়ি ফিরলেন ১৪ বছরের কিশোর

২০২৫ মার্চ ২৯ ১০:৫৩:৫৯
দাফনের আড়াই মাস পর ঈদ করতে বাড়ি ফিরলেন ১৪ বছরের কিশোর

ডুয়া নিউজ: দাফনের আড়াই মাস পর ঈদ করতে বাড়ি ফিরেছেন ১৪ বছর বয়সী কিশোর তোফাজ্জেল হোসেন তুফান। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর গত ১২ জানুয়ারি তুফানের বাবা-মা গাইবান্ধা সদর হাসপাতাল থেকে ট্রেনের দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ দাফন করেন, যাকে তারা তুফান মনে করেছিলেন।

বৃহস্পতিবার রাতে হঠাৎ করে তুফান ঢাকায় থেকে বাড়ি ফিরে আসে। সকালে তার বাড়িতে স্থানীয় লোকজন ভিড় জমায় তুফানকে একনজর দেখার জন্য। তুফান সাঈদ হোসেনের ছেলে এবং হারদী ইউনিয়নের বৈদ্যানাথপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, তুফান ১২ জানুয়ারি বাড়ি থেকে রাগ করে চলে যায় এবং তার সন্ধান না পেয়ে তার বাবা থানায় নিখোঁজের জিডি করেন। দুই দিন পর খবর আসে গাইবান্ধা রেলস্টেশনে একটি ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ট্রেনের দুর্ঘটনায় আহত অবস্থায়, যিনি তুফানের মত দেখতে ছিলেন। তুফানের বাবা এবং পরিবারের সদস্যরা গাইবান্ধা সদর হাসপাতালে গিয়ে ওই ছেলেটির লাশ দাফন করে।

এ বিষয়ে তুফানের বাবা সাঈদ হোসেন বলেন, “আমরা ফেসবুক থেকে খবরটি পেয়েছিলাম। তুফানের মতো মনে হওয়ায় গাইবান্ধা গিয়েছিলাম। হাসপাতালে চার দিনের চিকিৎসার পর ওই ছেলে মারা যায় এবং আমরা তাকে তুফান ভাবিয়ে দাফন করি। এখন আমার ছেলে তুফান ফিরে এসেছে।”

তুফান বলেন, “আমি বড় ভাইয়ের সাথে রাগ করে ঢাকা চলে আসি। সেখানে আলমডাঙ্গার কিছু মানুষের সাথে পরিচয় হয় এবং তাদের সাথে রড মিস্ত্রীর কাজ শুরু করি। এতদিন বাড়ির সাথে যোগাযোগ করিনি। ঈদ সামনে থাকায় এবার বাড়িতে ফিরে আসি এবং এ ঘটনায় জানতে পারি।”

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দাফনকৃত তুফানের পরিচয় বের করার জন্য পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে