ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

থাইল্যান্ডে মোদি-ইউনূস বৈঠক নিয়ে যা জানা গেল

২০২৫ মার্চ ২৯ ১০:৪৫:১৮
থাইল্যান্ডে মোদি-ইউনূস বৈঠক নিয়ে যা জানা গেল

ডুয়া ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারেরপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনো দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত হয়নি।

শুক্রবার (২৮ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোদির ব্যাংকক সফরের বিস্তারিত কর্মসূচি জানানো হয়। সেখানে ড. ইউনূসের সঙ্গে কোনো বৈঠকের উল্লেখ পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমসটেকের বর্তমান সভাপতি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর আগে, ২ এপ্রিল ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের বৈঠক এবং ৩ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের পক্ষ থেকে দুই নেতার মধ্যে বৈঠকের আগ্রহ জানিয়ে দিল্লিকে বার্তা পাঠানো হলেও নয়াদিল্লি থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে