ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

টুরিস্ট ভিসা দেয়ার বিষয়ে যা জানাল ভারতীয় দূতাবাস

২০২৫ মার্চ ২৯ ১০:৪৪:১৯
টুরিস্ট ভিসা দেয়ার বিষয়ে যা জানাল ভারতীয় দূতাবাস

ডুয়া নিউজ: গত বছরের ৫ আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর ফলস্বরূপ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছে যায়।

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হতে শুরু হলেও গত নয় মাসে তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। বিশেষ করে, বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানে সমস্যা অব্যাহত রয়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ভারত। আগস্টের মাঝামাঝি সময়ে সীমিত আকারে ভিসা আবেদন কেন্দ্র খুলে দেয়া হয়।

এরপর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুধুমাত্র জরুরি ও চিকিৎসা ভিত্তিক ভিসা দেওয়া হবে। পরে টুরিস্ট ভিসা ছাড়া অন্যান্য ক্ষেত্রে সীমিত সংখ্যক ভিসা প্রদান শুরু হয়।

বছর শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে যে, মার্চ মাস থেকে বাংলাদেশিদের ভারতীয় টুরিস্ট ভিসা প্রদান করা হবে। তবে ভারতীয় দূতাবাস জানিয়েছে, টুরিস্ট ভিসার বিষয়টি নিয়ে এখনও কোন নির্দিষ্ট নির্দেশনা আসেনি।

ঈদের সময়ে সাধারণত ভারতমুখী বাংলাদেশিদের ভিড় বেড়ে যেত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভিসার অভাবে অনেকেই ভারত ভ্রমণে অক্ষম। নিয়মিত ভারত ভ্রমণকারীরা আশা করেছিলেন, ঈদের আগে টুরিস্ট ভিসা চালু হতে পারে। কিন্তু সে আশা তাদের সফল হয়নি।

সম্প্রতি এক টিভি চ্যানেল ভারতে টুরিস্ট ভিসার বিষয়ে তথ্য জানতে চাইলে ভারতীয় দূতাবাসের ভিসা উইং জানায়, টুরিস্ট ভিসা ছাড়া অন্যান্য ক্ষেত্রে সীমিত পরিসরে ভিসা প্রদান করা হচ্ছে। তবে টুরিস্ট ভিসা চালুর বিষয়েও কর্তৃপক্ষকে কোন নির্দেশনা দেয়া হয়নি।

এছাড়া, যারা ভারতের মাধ্যমে তৃতীয় দেশে যেতে ইচ্ছুক, তাদের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে যাচাই-বাছাই করার পর বিভিন্ন তারিখে স্লট দেয়া হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে