ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু মিছিল, নিহত বেড়ে ৬৯৪

২০২৫ মার্চ ২৯ ১০:৩২:১৪
মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু মিছিল, নিহত বেড়ে ৬৯৪

ডুয়া ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছে মিয়ানমার। শুক্রবার (২৮ মার্চ) রাতে ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬৯৪ জন। জান্তা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, আহত হয়েছেন আরও ১,৬০০ মানুষ।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী নেপিদোসহ এর আশপাশের এলাকা। নেপিদোর একটি এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের বাইরে আহতদের দীর্ঘ সারি দেখা যায়। অনেকে দূর-দূরান্ত থেকে গাড়ি ও পিকআপে চড়ে এসেছেন। তাদের স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের অনেকের শরীর ধুলো ও রক্তে ভরা ছিল।

তবে পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ ভূমিকম্পে হাসপাতাল নিজেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট ভেঙে যাওয়ার পাশাপাশি হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশপথে একটি গাড়ি চাপা পড়ে। হাসপাতালের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, "এত আহত মানুষ একসঙ্গে আগে কখনো দেখিনি। আমরা যতটা সম্ভব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। তবে ক্লান্ত হয়ে পড়েছি।"

আহতদের দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭ এবং এটি ১০ কিলোমিটার গভীরতায় সংঘটিত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল মান্দালয়ের ১৭ কিলোমিটার দূরে, সাগাইংয়ের উত্তর-পশ্চিমে। মান্দালয় শহর, যা প্রায় ১৫ লাখ মানুষের আবাসস্থল এবং বৌদ্ধ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এই ভূমিকম্পে বড় ধাক্কা খেয়েছে।

স্থানীয় বাসিন্দা ও সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভূমিকম্পে বহু ভবন, সেতু ও রাস্তাঘাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো পুরোপুরি জানা যায়নি, তবে পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে