ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ঈদে ঢাবি শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার খাবারের ব্যবস্থা

২০২৫ মার্চ ২৮ ২৩:৪৯:৫৩
ঈদে ঢাবি শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার খাবারের ব্যবস্থা

ডুয়া নিউজ: ঈদুল ফিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য হলরুমে রাতের খাবার পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা তানভীর বারী হামিম।

জানা গেছে, ‘কমল মেডিএইড, ঢাবি’র উদ্যোগে ঈদের দিন রাতে এই খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম এ বিষয়ে বলেন, "ঈদের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯টি আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমি রাতের খাবারটি কমল মেডিএইড, ঢাবির পক্ষ থেকে পৌঁছে দিতে চাই। যারা ঈদের দিন বাড়িতে না গিয়ে হলে থাকবেন, তাদের সৎভাবে শনিবার (২৯ তারিখ) রাত ১২টার মধ্যে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছি। দুপুরে অন্যান্য হল প্রশাসন খাবারের আয়োজন করছে, তাই আমি এবারের রাতের আয়োজনের ব্যবস্থা করেছি।"

সাম্প্রতিক সময়ে "কমল মেডিএইড, ঢাবি" সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট, স্বাস্থ্যসেবা ক্যাম্প, এবং গার্লস কমন রুমে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনসহ বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম বাস্তবায়ন করে জনপ্রিয়তা অর্জন করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে