ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

রোজার পণ্য আমদানিতে নতুন করে যুক্ত ৩১৭ প্রতিষ্ঠান

২০২৫ মার্চ ২৮ ২৩:৪০:২২
রোজার পণ্য আমদানিতে নতুন করে যুক্ত ৩১৭ প্রতিষ্ঠান

ডুয়া নিউজ: এবার রোজার পণ্য আমদানিতে নতুন করে যুক্ত হয়েছে ৩১৭টি প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের মতে, আওয়ামী লীগ সরকারের আগে আমদানির নিয়ন্ত্রক ছিল মাত্র কয়েকজন। দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে যাওয়ার ফলে বাজারে সুস্থ প্রতিযোগিতা বেড়েছে। পণ্য আমদানি গতবারের তুলনায় ৯ লাখ টন বেড়ে মোট ৩৫.৫ লাখ টনে দাঁড়িয়েছে, যার প্রভাব পণ্যের দামের ওপর পড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রতি রোজায় ছোলা, খেজুর, তেল, ডালসহ বেশ কয়েকটি পণ্যের আমদানি বাড়ে। এসব পণ্য সাধারণত কিছু নির্দিষ্ট গ্রুপ আমদানিকারকরা নিয়ন্ত্রণ করতেন। তবে ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর এবার বাজারের চিত্র ভিন্ন। পণ্য আমদানিতে নতুন নতুন প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী গত তিন মাসে রোজার আটটি পণ্য আমদানি করেছে মোট ৪৯৯টি প্রতিষ্ঠান, যার মধ্যে ৩১৭টি প্রতিষ্ঠান নতুনভাবে এই ব্যবসায় যুক্ত হয়েছে। নতুন সক্রিয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সামুদা এডিবল অয়েল, রূপসা এডিবল অয়েল এবং ক্রাউন এগ্রো ইন্ডাস্ট্রিজ উল্লেখযোগ্য।

অন্যদিকে, আওয়ামী লীগের সময়ে দাপট দেখানো মদিনা গ্রুপ, নাসা গ্রুপ এবং এস আলমের মতো প্রতিষ্ঠানের এখনকার আমদানি প্রায় নেই বললেই চলে।

এক ব্যবসায়ী মন্তব্য করেছেন, ‘এক সময় আওয়ামী লীগের আমলে ব্যবসার নিয়ন্ত্রণ ছিল বড় বড় ব্যবসায়ীদের হাতে। বর্তমানে ছোট ব্যবসায়ীরাও ব্যবসার সুযোগ পাচ্ছে।’

নিত্যপণ্যের ব্যবসায় নতুন আমদানিকারকদের যুক্ত হওয়াকে বাজারের জন্য ইতিবাচক হিসেবে পর্যবেক্ষণ করছে ক্যাব।

ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসেন বলেছেন, “পণ্যের সাপ্লাই লাইন স্বাভাবিক রাখতে চাইলে ডিস্ট্রিবিউটর এবং যাদের মাধ্যমে পণ্য বিতরণ হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে নজরদারি করা উচিত।”

আগামীতে পণ্য আমদানিতে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনার তাগিদ দিয়েছে ক্যাব।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে