ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে দেখা যায় চাঁদ, জানা গেল কারণ

২০২৫ মার্চ ২৮ ২৩:০৯:০১
পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে দেখা যায় চাঁদ, জানা গেল কারণ

ডুয়া নিউজ: চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ হলেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটি একই সময়ে দেখা যায় না। কিছু দেশে চাঁদ আগে দেখা যায়, আবার কিছু দেশে পরে দেখা যায়।

জ্যোতির্বিদদের মতে, চাঁদ সাধারণত পশ্চিমের দেশগুলোতে আগে দেখা যায় এবং এরপর পূর্বের দেশগুলোতে। এর ফলে রোজা, ঈদ সহ বিভিন্ন অনুষ্ঠান, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল, সেগুলো কখনো আগে আবার কখনো পরে শুরু হয়।

উদাহরণ হিসাবে বলা যায়, চলতি বছর সৌদি আরবসহ প্রতিবেশী দেশগুলোতে ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। সেসব দেশে রোজা শুরু হয় ১ মার্চ। অন্যদিকে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, লিবিয়া এবং মরক্কোর মতো বেশ কিছু দেশের আকাশে ১ মার্চ রমজানের চাঁদ দেখা যায়। ফলে সেখানকার রোজা শুরু হয় ২ মার্চ। এভাবে সৌদি আরবে চাঁদ প্রথমে দেখা গেছে, পরে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে।

এটি ঘটে দূরত্বের কারণে। যত পশ্চিমে যাওয়া যায়, তত তাড়াতাড়ি চাঁদ দেখা যায় এবং যত পূর্বে যাওয়া যাবে, তত দেরিতে চাঁদ দেখা যাবে। পৃথিবীর গোলাকার আকার এবং চাঁদের কক্ষপথ, যা পৃথিবীর নিরক্ষ রেখার সাথে সোয়া ৫ ডিগ্রিতে হেলানো থাকে, এ বিষয়গুলোও চাঁদ দেখার সময়ে ভিন্নতা সৃষ্টি করে।

বিশেষজ্ঞদের মতে, এখন গাণিতিক গণনার মাধ্যমে চাঁদের অবস্থান নির্ধারণ করা সম্ভব। এর ফলে এটি জানা যায় যে চাঁদ কখন এবং কোথায় উঠে এবং অস্থির অবস্থায় থাকে। এজন্য ইসলাম ধর্ম অনুযায়ী, রোজা রাখা বা ঈদ উদযাপনের জন্য চাঁদ দেখা একটি গুরুত্বপূর্ণ দিক। চাঁদ একেক দেশে একেক সময়ে দেখা যাওয়ার কারণে রোজা, ঈদ এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলি ভিন্ন ভিন্ন দিনে অনুষ্ঠিত হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে