ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প; কেমন আছেন বাংলাদেশিরা!

২০২৫ মার্চ ২৮ ২১:৩৩:৩৫
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প; কেমন আছেন বাংলাদেশিরা!

ডুয়া নিউজ : শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে প্রতিবেশি দেশ মিয়ানমারে। ভয়াবহ এই ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে জান্তা সরকার।

ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪৪ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া বহু আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। তবে, দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, সেখানে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিক নিরাপদে আছেন।

এর আগে স্থানীয় সময় আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২১ মিনিটে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মিয়ানমারে ভূমিকম্পের পর জান্তা সরকার বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। জান্তা সরকারের একটি টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, মানবিক সহায়তা প্রদান এবং দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭ এবং এর পরে শক্তিশালী আফটারশক অনুভূত হয়।

মিয়ানমার কর্তৃপক্ষের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেশ কিছু ভবন, সেতু, সড়ক এবং মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বেশ কিছু উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের নির্মাণাধীন একটি ৩০ তলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপে ৪৩ জন শ্রমিক আটকা পড়েছেন। ব্যাংকককে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া রেল চলাচল স্থগিত করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর