ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ঢাকার নিরাপত্তায় অক্সিলারি ফোর্সে ৪২৬ জন নিয়োগ 

২০২৫ মার্চ ২৮ ১৯:২১:২১
ঢাকার নিরাপত্তায় অক্সিলারি ফোর্সে ৪২৬ জন নিয়োগ 

ডুয়া ডেস্ক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার প্রথমবারের মতো বেসরকারি নিরাপত্তাকর্মীদের ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে যুক্ত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ৪২৬ জনকে এই বিশেষ ফোর্সে নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বেসরকারি এই নিরাপত্তাকর্মীরা ইতোমধ্যে নগরীর বিভিন্ন আবাসিক এলাকা, বিপণিবিতান ও বাণিজ্যিক স্থানে দায়িত্ব পালন শুরু করেছেন। তারা মূলত পুলিশের সদস্যদের সহায়তা করবেন।

তবে ‘অক্সিলারি ফোর্সে’ কারা নিয়োগ পেয়েছেন এবং তাদের পরিচয় সম্পর্কিত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এই উদ্যোগের মাধ্যমে ঈদুল ফিতরের সময় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে