ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত চালক

২০২৫ মার্চ ২৮ ১৭:২১:১৩
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত চালক

ডুয়া ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ট্রেনের চালক হাফিজুর রহমান মারাত্মকভাবে আহত হয়েছেন। এতে ট্রেনটি গৌরীপুর জংশনে ফিরে আসে। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে।

ট্রেনের চালক হাফিজুর রহমান জানান, বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রাত ১১টা ৩ মিনিটে ছেড়ে যায়। ট্রেনটি এক মিনিট চলার পর স্টেশনের আবাসিক কোয়ার্টার এলাকা অতিক্রম করার সময় দুর্বৃত্তরা ট্রেনের ডানপাশে পাথর ছোড়ে। এর ফলে তিনি চোখে ও ঠোঁটে গুরুতর আঘাত পান এবং সামনে কিছু দেখতে পান না।

তিনি আরও জানান, ঘটনার সময় ৩-৪ জন যুবক ছিল, যাদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে হতে পারে।

ট্রেনের লোকোমাস্টার এনামুল কবীর জানান, চালক আহত হওয়ার কারণে ট্রেনটি পুনরায় গৌরীপুর জংশনে ফিরিয়ে আনা হয় এবং চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে, ময়মনসিংহ থেকে অন্য একজন চালক আসার পর ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

ট্রেনের পরিচালক আমিনুল ইসলাম জানান, ইঞ্জিনের ডানপাশের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ট্রেনের অন্যান্য অংশে কোনো ক্ষতি হয়নি। ১৫টি কোচের ট্রেনটি ৫০০ জনেরও বেশি যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার সফিকুল ইসলাম জানান, গৌরীপুর জংশনের হোম সিগন্যালের কাছে দাঁড়িয়ে থাকা দুর্বৃত্তরা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করেছিল। এর ফলে ট্রেনটি ১ ঘণ্টা ৪৩ মিনিট বিলম্ব হয় এবং রাত ১২টা ৪৩ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে আবার ছেড়ে যায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে