ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ব্যাংকক-মিয়ানমারে জরুরি অবস্থা জারি

২০২৫ মার্চ ২৮ ১৭:০০:১০
ব্যাংকক-মিয়ানমারে জরুরি অবস্থা জারি

ডুয়া ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো অঞ্চল। শুক্রবার (২৮ মার্চ) রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। এরপর আরও একটি আফটারশক অনুভূত হয়, যার মাত্রা ছিল ৬ দশমিক ৪।

ভূমিকম্পের তীব্রতা শুধু মিয়ানমারে নয়, ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড, চীন, লাওস, বাংলাদেশ এবং ভারতের কিছু অংশেও। মিয়ানমারের জান্তা সরকার ভূমিকম্পের পর দেশটির ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। পাশাপাশি আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে।

এদিকে, ভূমিকম্পের ধাক্কায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। থাই প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা জানিয়েছেন, মিয়ানমারকে কেন্দ্র করে সৃষ্ট ভূমিকম্পে ব্যাংককে বড় ধরনের ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যাংককেও জরুরি অবস্থা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার দূরে। এটি রাজধানী নেপিদো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এএফপির নেপিদো প্রতিনিধি জানিয়েছেন, ভূমিকম্পে রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন ভবনের ছাদ থেকে আস্তরণ খসে পড়েছে।

থাইল্যান্ডের ব্যাংককে ভূমিকম্পের ধাক্কায় ধসে পড়েছে একটি ৩০ তলা নির্মাণাধীন ভবন। শহরজুড়ে বিভিন্ন ভবনে ফাটল ও জানালার কাচ ভাঙার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মানুষজন ভবন থেকে বের হয়ে রাস্তায় জড়ো হচ্ছে। একটি ভবনের ছাদে থাকা সুইমিং পুল থেকে পানি উপচে নিচে পড়তে দেখা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে ভবনগুলো দুলতে শুরু করে। চীনের কিছু অংশ থেকেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পরপরই মিয়ানমার ও থাইল্যান্ড সরকার তাৎক্ষণিকভাবে জরুরি বৈঠক ডেকে পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উদ্ধারকাজ চলছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে