ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ভূমিকম্পে ধসে পড়ল ৩০ তলা ভবন

২০২৫ মার্চ ২৮ ১৫:৫৯:৫৬
ভূমিকম্পে ধসে পড়ল ৩০ তলা ভবন

ডুয়া ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে থাইল্যান্ড। রাজধানী ব্যাংককসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষত, রাজধানীর বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করা যায়নি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একটি অসমাপ্ত ৩০ তলা ভবন ধসে পড়েছে। এতে অন্তত ৪৩ জন নির্মাণশ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন। ভবনের ভেতরে থাকা মোট ৫০ জনের মধ্যে সাতজন কোনোভাবে বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকিরা এখনও আটকে আছেন বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ।

দেশটির প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রা জরুরি বৈঠক ডেকেছেন। থাইল্যান্ডের জাতীয় জরুরি চিকিৎসা ইনস্টিটিউট ফেসবুক পোস্টে জানিয়েছে, চাতুচাক পার্কের কাছে ধসে পড়া ভবনটিতে আটকে পড়াদের উদ্ধারে জোর চেষ্টা চলছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের সময় ভবনগুলো এতটাই কেঁপে উঠছিল যে যেসব ভবনের ছাদে সুইমিং পুল ছিল, সেগুলো থেকে পানি উপচে পড়তে দেখা গেছে। এমন কিছু ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিবিসির থাইল্যান্ড প্রতিনিধি বুই থু বলেন, ‘আমি রান্না করছিলাম। হঠাৎ কম্পন টের পাই এবং ভয় পেয়ে যাই। প্রথমে বুঝতেই পারিনি ভূমিকম্প হচ্ছে। প্রায় এক দশক পর এ ধরনের ভয়াবহ ভূমিকম্প অনুভূত হলো। এরপর আরেকটি আফটার শক হয়। ভবনগুলো কাঁপতে থাকে, মানুষজন ভয়ে দৌড়ে নিচে নেমে আসে।’

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং এলাকা থেকে ১২ কিলোমিটার দূরে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৭। উৎপত্তিস্থলের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। মূল কম্পনের পরপরই ৬.৪ মাত্রার আফটার শকও অনুভূত হয়।

ভূমিকম্পের প্রভাব শুধু থাইল্যান্ড নয়, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, লাওস এবং চীনের বিভিন্ন অংশেও পড়েছে। থাইল্যান্ডে ভূমিকম্পের প্রবণতা কম হওয়ায় ভবনগুলো সেভাবে নির্মিত হয়নি। ফলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে