ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও দৃঢ়: ১ চুক্তি ও ৮ সমঝোতা স্মারক সই

২০২৫ মার্চ ২৮ ১৪:৫০:৪৮
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও দৃঢ়: ১ চুক্তি ও ৮ সমঝোতা স্মারক সই

ডুয়া ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।

শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ের পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনার পর বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই হয়।

জানা গেছে, সই হওয়া চুক্তিটি অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত।

অন্যদিকে, সমঝোতা স্মারকগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—ক্লাসিক সাহিত্য অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিনিময় ও সহযোগিতা, সংবাদ ও গণমাধ্যম বিনিময়, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা।

এ ছাড়া বৈঠকে দুই দেশ পাঁচটি যৌথ ঘোষণা দেয়। এর মধ্যে রয়েছে—বিনিয়োগ বিষয়ক আনুষ্ঠানিক আলোচনার সূচনা, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল চালুর ঘোষণা, মংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বাণিজ্যিক চুক্তি, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ, এবং একটি কার্ডিয়াক সার্জারি যানবাহন অনুদান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর