ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

২০২৫ মার্চ ২৮ ১৪:১৩:০২
রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

ডুয়া ডেস্ক : বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস তাঁর ভেরিফায়েড এক্স হ্যান্ডলে এ তথ্য জানান।

ট্যামি ব্রুস লেখেন, ‘যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন ডলারের নতুন সহায়তা দিচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে এই খাদ্য এবং পুষ্টি সহায়তা ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা দেওয়া হবে। এই ধরনের জীবন রক্ষাকারী সহায়তার মাধ্যমে আমাদের আন্তর্জাতিক অংশীদারদের বোঝা ভাগাভাগি করে নেওয়া গুরুত্বপূর্ণ।’

এর আগে চলতি মাসের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে এসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মূলত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউএসএআইডির মতো সংস্থার তহবিল আটকে দিয়ে বৈদেশিক সহায়তা বন্ধের ঘোষণার পর রোহিঙ্গাদের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়। সহায়তা ব্যাপকভাবে কমে যাওয়ার আশঙ্কায় তাদের দৈনিক বরাদ্দ প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে