ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঈদ উপহার পেল ফেলানীর পরিবার

২০২৫ মার্চ ২৮ ১১:৩৩:২০
ঈদ উপহার পেল ফেলানীর পরিবার

ডুয়া ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের হাতে নিহত ফেলানীর পরিবারের জন্য ঈদ উপহার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় ফেলানীর বাবা নুর ইসলামের হাতে আর্থিক সহায়তার চেক এবং ঈদ উপহার তুলে দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম ও জেলা সমাজসেবা দপ্তরের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

ঈদ উপহার হিসেবে ফেলানীর পরিবারের জন্য জেলা পরিষদ থেকে ৩০ হাজার টাকার চেক এবং জেলা সমাজসেবা কার্যালয় থেকে ঈদের পোশাক ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। ফেলানীর বাবা নুর ইসলাম জানান, ঈদে এভাবে নগদ টাকা ও পোশাক পেয়ে তিনি অনেক খুশি হয়েছেন এবং এই অর্থ দিয়ে পরিবারসহ ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবেন।

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম বলেন, "স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে ফেলানীর পরিবারকে এই সহায়তা দিতে পেরে আমি খুবই আনন্দিত।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর