ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ক্রিকেট বাঁচাতে তিন দেশের আয়ে লাগাম টানার দাবি

২০২৫ মার্চ ২৭ ২৩:০৮:৪৫
ক্রিকেট বাঁচাতে তিন দেশের আয়ে লাগাম টানার দাবি

ডুয়া নিউজ: আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের একচ্ছত্র আধিপত্য কমাতে এবং খেলাটির সামগ্রিক ভারসাম্য রক্ষা করতে তাদের আয়ে লাগাম টানার প্রস্তাব উঠেছে।

সম্প্রতি আইসিসির এক সভায় বেশ কিছু দেশ এই তিন মোড়লের (বিগ থ্রি) বিপুল রাজস্ব বণ্টন কাঠামোর পরিবর্তনের দাবি তুলেছে।

বর্তমানে আইসিসির রাজস্ব বণ্টন কাঠামোয় ভারতের দখলে বিশাল অংশ, যেখানে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও উল্লেখযোগ্য পরিমাণ আয় পায়।

অন্যদিকে ছোট দলগুলো আর্থিক সংকটে পড়ে ক্রিকেটের উন্নয়ন ও প্রতিযোগিতামূলক পারফরম্যান্স ধরে রাখতে হিমশিম খাচ্ছে।

নতুন প্রস্তাবে বলা হয়েছে, রাজস্ব বণ্টনের একটি সুষম কাঠামো তৈরি করা হবে, যেখানে ছোট দলগুলোর উন্নয়নে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। এতে ক্রিকেটের বৈশ্বিক সম্প্রসারণ সহজ হবে এবং খেলাটির প্রতিযোগিতামূলক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে