ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ৩০০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

২০২৫ মার্চ ২৭ ২১:৫৬:৫৩
বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ৩০০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) ২০২৪ সালের জন্য ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির ৫২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন এবং তাদের সম্মতিতে ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

এজিএমের সভাপতিত্ব করেন বিএটি বাংলাদেশের চেয়ারম্যান ওয়াইল সাবরা। সভায় শেয়ারহোল্ডাররা আইন অনুযায়ী নিরীক্ষক ও কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগেরও অনুমোদন দিয়েছেন।

সভায় জানানো হয়, ২০২৪ সালে বিএটি বাংলাদেশ জাতীয় রাজস্ব কোষাগারে ৩৪ হাজার ১৭৩ কোটি টাকা মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর হিসেবে জমা দিয়েছে, যা প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম শীর্ষ করদাতাদের মধ্যে রূপান্তরিত করেছে।

এজিএমে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, অধ্যাপক ডঃ মেলিতা মেহজাবিন, অ-নির্বাহী পরিচালক সিরাজুন নূর চৌধুরী, স্টুয়ার্ট কিড, ফ্রান্সিসকো তোসো ক্যানেপা, ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, ফাইন্যান্স ডিরেক্টর নিরালা সিং, কমার্শিয়াল ডিরেক্টর নুমায়েস আলম এবং কোম্পানি সচিব সৈয়দ আফজাল হোসেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে