ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

গ্রীন ডেল্টার ২৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

২০২৫ মার্চ ২৭ ২১:৫৩:৪৫
গ্রীন ডেল্টার ২৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৪ অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) অনলাইন কনফারেন্সিং ও সম্প্রচার প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত সভায় গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন শামসুন নাহার বেগম চৌধুরী। এজিএমে কোম্পানির স্পন্সর, বোর্ড অফ ডিরেক্টরস-এর সদস্যবৃন্দ এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী সকল শেয়ারহোল্ডারদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান, যারা প্রতিষ্ঠালগ্ন থেকে কোম্পানির সাফল্যের সঙ্গে জড়িত ছিলেন। তিনি সংকটময় পরিস্থিতিতে নিবেদিত হয়ে কাজ করা সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফারজানা চৌধুরী প্রতিষ্ঠানটির গ্রাহক সেবা, ডিজিটালাইজড সল্যুশন এবং অন্যান্য গ্রাহকসেবা প্রদানে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দৃঢ় প্রত্যয় দেখান। তিনি আর্থিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে ধারাবাহিক উদ্ভাবন এবং উচ্চমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন।

এছাড়াও, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, নাসির এ চৌধুরী শেয়ারহোল্ডারদের অব্যাহত সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনলাইনে অনুষ্ঠিত এজিএমে উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালনা পরিষদের কার্যক্রম, শক্তিশালী কর্পোরেট প্রশাসন ও আকর্ষণীয় ডিভিডেন্ড ঘোষণার জন্য প্রশংসা করেন এবং ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ নিয়েও তাদের সন্তুষ্টি ব্যক্ত করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে