ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ডুবে গেল সাবমেরিন সিন্দবাদ, ৬ জনের মৃত্যু

২০২৫ মার্চ ২৭ ১৯:৫১:১৮
ডুবে গেল সাবমেরিন সিন্দবাদ, ৬ জনের মৃত্যু

ডুয়া ডেস্ক: মিসরের লোহিত সাগরের উপকূলবর্তী পর্যটন শহর হুরগাদার কাছে গত বৃহস্পতিবার পর্যটন সাবমেরিন সিন্দবাদ ডুবে যাওয়ার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন আকবর আল-ইয়াওম পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তিরা সকলেই বিদেশি নাগরিক। এ দুর্ঘটনায় আরো ১৯ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট হয়নি, তবে তদন্ত প্রক্রিয়া চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং নিহতদের মরদেহ সেখানে রাখা হয়েছে।

মিসরের রাজধানী কায়রো থেকে প্রায় ৪৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত হুরগাদা শহরটি পর্যটকদের কাছে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। এটি লোহিত সাগরের প্রবালপ্রাচীর ও দ্বীপগুলির জন্য বিখ্যাত, যা দেশটির পর্যটন খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই খাতে প্রায় ২০ লাখ মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবং দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ১০ শতাংশেরও বেশি অবদান রাখে।

প্রতিদিন এই উপকূলীয় এলাকায় অনেকগুলো পর্যটন নৌকা স্নোরকেলিং ও ডাইভিং কার্যক্রম পরিচালনা করে। তবে আকবর আল-ইয়াওমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত সাবমেরিনটি সিন্দবাদ সাবমেরিনস কোম্পানির মালিকানাধীন ছিল। কোম্পানির ওয়েবসাইটে এই সাবমেরিনটিকে অঞ্চলের ‘একমাত্র প্রকৃত’ বিনোদনমূলক সাবমেরিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে