ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

পাকিস্তান সুপার লিগে খেলার ছাড়পত্র পেলেন বাংলাদেশি ৩ ক্রিকেটার

২০২৫ মার্চ ২৭ ১৯:২০:৩৩
পাকিস্তান সুপার লিগে খেলার ছাড়পত্র পেলেন বাংলাদেশি ৩ ক্রিকেটার

ডুয়া ডেস্ক : বাংলাদেশ থেকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। দল পাওয়া এই তিন ক্রিকেটারকেই পিএসএলে খেলার অনাপত্তি পত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের এক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, লিটন ও রিশাদ পুরো আসরের জন্যই এনওসি পেয়েছেন। তবে আসরের মাঝপথে দলের সঙ্গে যোগ দেবেন নাহিদ।

জানা গেছে, আগামী ১১ এপ্রিল শুরু হচ্ছে পিএসএলের দশম আসর। এর চার দিন পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এই সিরিজে একটি টেস্ট খেলে তারপর পিএসএলে যোগ দেবেন নাহিদ রানা, তাই পুরো সময়ের জন্য তিনি এনওসি পাচ্ছেন। পেশোয়ার জালমির হয়ে খেলতে যাওয়ায় নাহিদ আসরের প্রথম ৫টি ম্যাচ মিস করতে পারেন।

তবে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম পাচ্ছেন লিটন দাস। তাই পিএসএলের শুরু থেকেই খেলতে কোনো বাধা নেই এই উইকেটকিপার ব্যাটারের। এছাড়া টেস্ট দলের ভাবনায় না থাকায় রিশাদ হোসেনও পিএসএলের শুরু থেকেই খেলতে পারবেন।

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন, যাকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। একই ক্যাটাগরি থেকে সিলভার প্লেয়ার হিসেবে করাচি কিংসে যোগ দিয়েছেন লিটন দাস। গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা, যাকে পেশোয়ার জালমি দলে নিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে