ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ভিনদেশি সংস্কৃতি রুখতে চার শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ করছে বিএনপি

২০২৫ মার্চ ২৭ ১৯:০৫:৪৫
ভিনদেশি সংস্কৃতি রুখতে চার শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ করছে বিএনপি

ডুয়া নিউজ : রাজধানী ঢাকাসহ দেশের চার শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ভিনদেশি সংস্কৃতি রুখে দিতে এই আয়োজন করছে দলটি। সব ঠিক থাকলে আগামী ১১ এপ্রিল এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি সমর্থিত সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কনসার্টের ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা এবং বগুড়া শহরে একযোগে অনুষ্ঠিত হবে একটি বিশেষ কনসার্ট। ১১ এপ্রিল বিকেল ৩টা থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত।

ঢাকায় কনসার্টটি সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। এর মধ্যে রয়েছেন- জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, অ্যাফিক, নীলা, পড়শি, জেফার, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, আলেয়া বেগম, মিফতাহ জামান এবং আরও অনেক।

চট্টগ্রামের কনসার্টটি অনুষ্ঠিত হবে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে। সেখানে উপস্থিত থাকবেন মাইলস, নাটাই, ইমরান, কোনাল, শুভ্র, মৌসুমি, সাবকনশিয়াস বে অব বেঙ্গল এবং ইথুন বাবু।

বগুড়ায় কনসার্ট দুটি ভেন্যুতে আয়োজিত হবে: আলতাফুন্নেসা খেলার মাঠ এবং সরকারি আজিজুল হক কলেজের খেলার মাঠে। এখানে গান পরিবেশন করবেন আর্টসেল, অ্যাভয়িড রাফা, ভাইকিংস, বাগধারা, কনকচাঁপা, অমিয়া, এবং লুইপা।

খুলনায় কনসার্টটি অনুষ্ঠিত হবে শেখ আবু নাছের স্টেডিয়ামে। সেখানে পরিবেশনা করবেন ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণ, তাহসান, জয় শাহরিয়ার, লিজা এবং পলাশ।

কনসার্টের বিষয়ে আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’র সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “আমরা বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি এবং নিজস্ব সংস্কৃতি ‘ধরে রাখার’ তাগিদে এ আয়োজন করছি।”

এ্যানী আরও বলেন, “আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই। বাংলাদেশের সংস্কৃতির ওপর যে একটি আগ্রাসন, তা আমরা বারবার মোকাবিলা করছি।”

তিনি বলেন, “কোনোভাবেই যেন বাংলাদেশের সংস্কৃতিতে ভারতীয় এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেদিকে আমরা বিশেষভাবে নজর দেব। এ আয়োজনে আমরা বাংলাদেশের সংস্কৃতিকে উৎসাহিত করার জন্য স্থানীয় লোকগান ও সংস্কৃতি এবং কৃষ্টিগুলো তুলে ধরব।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে