ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

শুক্রবার ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ

২০২৫ মার্চ ২৭ ১৮:০৬:৩৪
শুক্রবার ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ

ডুয়া নিউজ : সরকারি ছুটির দিনেও অর্থাৎ আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের শাখাগুলো সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পারিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগামীকাল সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী এই চার ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক/কর্মচারীদের ঈদ-উল-ফিতরের পূর্বেই বেতন-ভাতা উত্তোলনপূর্বক যথাযথভাবে ঈদ অনুষ্ঠান উদযাপনের নিমিত্তে আপনাদের ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে