ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

শ্রমিকদের বেতন-ভাতা মেটাতে ৩ কারখানাকে সোয়া ১২ কোটি টাকা দিলো সরকার

২০২৫ মার্চ ২৭ ১৭:০১:১১
শ্রমিকদের বেতন-ভাতা মেটাতে ৩ কারখানাকে সোয়া ১২ কোটি টাকা দিলো সরকার

ডুয়া ডেস্ক: ঈদের আগে শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধের জন্য সরকার তিনটি পোশাক কারখানাকে মোট ১২ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা প্রদান করেছে। অপরদিকে টিএনজেড গ্রুপের একটি কারখানা শ্রমিকদের পাওনা পরিশোধ করতে গাড়ি বিক্রি করেছে।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন। ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে তিনি সংবাদ সম্মেলন করেন।

উপদেষ্টা জানান, "রোয়ার ফ্যাশন" নামক প্রতিষ্ঠানের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে এক কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা দেওয়া হয়েছে, যাতে শ্রমিকদের পাওনা পরিশোধ করা যায়। তবে তিনি স্পষ্ট জানান, এই ধরনের সাহায্য অন্য প্রতিষ্ঠানের জন্য প্রসারিত করা হবে না।

তিনি আরও বলেন, "২৫ মার্চের শ্রম অসন্তোষ নিরসন সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী, টিএনজেড গ্রুপের অ্যাপারেলস ইকো লিমিটেড তাদের গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছে। এটি বাংলাদেশে আগে কখনও ঘটেছে কিনা আমার জানা নেই তবে মালিক অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন।"

শ্রম উপদেষ্টা আরও জানিয়েছেন, মাহমুদ গ্রুপের দুটি প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে বাংলাদেশ ব্যাংক থেকে ১১ কোটি টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, "স্টাইলক্রাফট অ্যান্ড ইয়াংওয়ান বিডি লিমিটেডের মালিক ও শ্রমিকদের নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়টি নিষ্পত্তি হয়েছে।"

শ্রমিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, "আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে প্রত্যেকে তাদের পাওনা পায়। যারা এখনও পাওনা পাননি তাদের জন্যও ব্যবস্থা নেওয়া শুরু করব। প্রায় সব সমস্যাই সমাধান হয়ে গেছে।"

এছাড়া তিনি জানান, এই ঈদ অন্যান্য ঈদগুলোর তুলনায় অনেক ভালো যাবে কারণ শ্রমিক অসন্তোষ কম এবং পোশাক খাতের অনেক প্রতিষ্ঠান ভালো করছে। পোশাক শিল্পে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

পরে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত যানজটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "আমি পুলিশের ডিসি সাউথকে অনুরোধ করেছি, এটি আপনি দেখুন। যদি আমি বের হয়ে এরকম কিছু দেখি তবে আপনাদের বিরুদ্ধে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করতে বাধ্য হব।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে