ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

অবশেষে বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি

২০২৫ মার্চ ২৭ ১৬:১৫:০০
অবশেষে বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি

ডুয়া নিউজ : অবশেষে বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতের ব্যবসায়ী গৌতম আদানির কোম্পানি আদানি পাওয়ার লিমিটেড। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা পাওয়ার প্ল্যান্টের সম্পূর্ণ উৎপাদনক্ষমতা, অর্থাৎ ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে নিয়মিত বকেয়া পরিশোধ শুরু করার পরই আদানি এ উদ্যোগ নেয়।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ বিলের বকেয়া থাকায় গত বছর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে আদানি পাওয়ার। তবে চার মাস পর বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, আদানি পাওয়ার আবারও পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম বলেছেন, “আদানিকে আমরা নিয়মিত টাকা পরিশোধ করছি। এর ফলে ভারতের গ্রুপটি আমাদের চাহিদার পুরো বিদ্যুৎ সরবরাহ করছে।”

তবে আদানিকে কত টাকা পরিশোধ করা হয়েছে বা অতীতের বকেয়া পরিশোধ করা হয়েছে-তা জানাননি তিনি।

সরকার পতন, রিজার্ভ সংকটসহ নানা কারণে ঢাকা নিয়মিত বিদ্যুতের বিল পরিশোধ করতে না পারায় গত নভেম্বরে ভারতের ঝাড়খণ্ডের ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ অর্ধেক করে দেয় আদানি পাওয়ার লিমিটেড।

বাংলাদেশে গ্রীষ্ম মৌসুমে গড় তাপমাত্রা সাধারণত ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকে। এমন পরিস্থিতিতে আদানির বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার হওয়ায় গ্রীষ্মের তীব্র দাবদাহে লোডশেডিং অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে আওয়ামী লীগ সরকার টেন্ডার ছাড়াই বিশেষ ক্ষমতা আইনে আদানির সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চুক্তি করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বিবেচনায় এ চুক্তি অনুমোদন দেন। সমালোচিত এ চুক্তির আওতায় আদানিকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হয়। ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত এই ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশ আগামী ২৫ বছর বিদ্যুৎ কিনবে। ২০২৩ সালে কেন্দ্রটি উৎপাদনে আসে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে